রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নির্মল চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ রাষ্ট্রীয় মর্যাদায় ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নির্মল রায় চৌধুরীর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে । শনিবার সকালে নিজ গ্রাম উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর রায় পাড়ায় রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় তাকে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সাবেক উপদেষ্টা কানাই লাল রায়, মুক্তিযোদ্ধা ভূষন চৌধুরী, রানা তালুকদার, বিধু ভূষন রায়, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, যুগ্ম সম্পাদক সুবীর চন্দ্র দাস, সহসভাপতি কবির আহমদ, রুবেল দাস, সহসাধারন সম্পাদক জান্টু দাস, কোষাধ্যক্ষ্য নরেন দাস, সদস্য টিটু দাসসহ চরনারচর ইউপি সন্তান কমান্ড, এলাকার মুক্তিযোদ্ধা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত ৮ ঘটিকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন নির্মল রায় চৌধুরী। ব্যক্তিজীবনে তিনি চিরকুমার ছিলেন।