
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে হাওররক্ষা বাঁধের কাজে অনিয়মের দায়ে এক পিআইসি সভাপতিকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন ইউএনও মো. সফি উল্লা। আটককৃত ব্যক্তি উগদল হাওর উপ-প্রকল্পের পিআইসি নং- ৬ এর সভাপতি মস্তফা। সে উপজেলার ধনপুর খাড়ারপাড় গ্রামের জহুর আলীর পুত্র। শনিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পানি উন্নয়ন বোড উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে কাজে অনিয়ম দেখতে পান। এসময় ইউএনও পিআইসি সভাপতি মস্তফাকে আটক করে পুলিশ হেফাজতে দেন। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপজেলা উপসহকারী প্রকৌশলী রিপন আলী বলেন, কালোমাটি ও কাঁদামাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছিল। পিআইসি সভাপতিকে এরআগে একাধিকবার সর্তক করে দেয়ার পরও সে ভ্রুক্ষেপ করেনি। আজ পরিদর্শনকালে একই অবস্থা দেখতে পেয়ে ইউএনও স্যারের নির্দেশেতাকে আটক করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বাঁধের কাজে অনিয়মের দায়ের পিআইসি নং- ৪৩ (ক) সভাপতি রিয়াজ উদ্দিনকে আটকের পর মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।