দিরাইয়ে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কৃষি সবজি বাগান স্থাপনে প্রনোদণা কর্মসুচির আওতায় কৃষক পর্যায়ে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ২ টায় উপজেলা গণমিলনায়ন চত্বরে বিতরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বিররণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কোভিড-১৯ পরবর্তীতে দেশে যাতে খাদ্য সংকট দেখা না দেয়, সেজন্য খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে কৃষি বিভাগ। তিনি জানান, পারিবারিক সবজি বাগান স্থাপনে উপজেলার ২ শতাধিক কৃষককে জনপ্রতি ২০ কেজি সার ও ছয় ধরনের সবজি বীজ প্রদান করা হয়েছে।