জাতীয় কমিউনিটি বেইজড ক্যাম্পে অংশ নিতে টেকনাফের পথে দিরাই এভারগ্রীন স্কাউট গ্রুপ

স্টাফ রিপোর্টার ঃ দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পে অংশগ্রহনের জন্য এভারগ্রীন রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রপ দিরাইয়ের ১৮ জন সদস্য কক্সবাজারের টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেছেন। রবিবার সকালে দিরাই থেকে রওয়ানা করেন তারা। আগামী ১৭ হতে ২২ ফেব্রুয়ারী টেকনাফের সাবরাং-এ অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। ইউনিট লিডার ফখরুল আমিন চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট রোভার স্কাউট ইউনিট এবং ইউনিট লিডার পারভেজ মিয়ার নেতৃত্বে স্কাউট গ্রুপের ৯ সদস্যবিশিষ্ট স্কাউট ইউনিট এই ক্যাম্পে অংশগ্রহন করার সুযোগ পেয়েছে। উল্লেখ্য সারা বাংলাদেশ হতে ২১৪ টি এবং ভারত ও নেপাল হতে আগত ইউনিট সমূহ এই ক্যাম্পে অংশগ্রহণ করবে। ক্যাম্পে অংশগ্রহণকারী সদস্যরা হলেন- রোভার ইউনিট, তায়েফ চৌধুরী, জাহিদ, নাফি, অনুপম, জনি, উজ্জ্বল, তারেক ও সজিব। স্কাউট ইউনিট সাহাদাত, ফাহিম, শিপু, জুহান, লায়েক, বাবু, মারজান ও রুহেন। তারা সকলের দোয়া কামনা করেছেন ।