দিরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি বিজড়িত উজান ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল, মেধা যাচাই প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভাটিবাংলা মহিলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত মিড ডে মিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়। সমিতির সভাপতি নার্গিস সুলতানা বুবলির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সনিয়া, উজানধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবা রানী দাস, প্রধান শিক্ষক চম্পা রায় চৌধুরী, ডি এস এস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান সিরাজ, ভাটিবাংলা বাউল একাডেমি ও গবেষণা পরিষদের সভাপতি গীতিকার শাহ আবদুল তোয়াহেদ, সাধারণ সম্পাদক দোলন চৌধুরী, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, রাধারমন সঙ্গীত একাডেমির সাংগঠনিক সম্পাদক অনুপম চৌধুরী, সহকারি শিক্ষক ফাহমিদা সুলতানা, শেলী রানী দাস। স্বাগত বক্তব্য রাখেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন।

বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় প্রথম হয়েছে সুচনা দাস, দ্বিতীয় অনামিকা দাস ও তৃতীয় হয়েছে মিলি সুত্রধর। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মিড ডে মিল কার্যক্রমকে গুরুত্বারোপ করে বক্তারা বলেন, বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত ও বিদ্যালয়মুখী করতে সরকার ইতিমধ্যে নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে, ইতিমধ্যে মিড ডে মিল কার্যক্রম ইতিবাচক ভুমিকা রাখছে, শিশুদের মননশীল মেধা বিকাশ সাধনে লেখাপড়ার পাশাপাশি এ ধরনের প্রতিযোগীতার প্রয়োজন রয়েছে।