সারাদেশ
ওসি মোস্তফা কামাল করোনায় আক্রান্ত

কলম শক্তি ডেস্ক ঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত কয়েকদিন ধরেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানা যায়। বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরিক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতকের কৈতক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোজহারুল ইসলাম। উল্লেখ্য, ছাতক থানায় যোগদানের পুর্বে জেলার দিরাই থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল।