জাতীয়

ধল মেলায় অসামাজিক কার্যকলাপ বন্ধে এলাকাবাসীর আবেদন

স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ে ঐতিহ্যবাহী ধল মেলায় মদ, জুয়া, অশ্লীল নাচ (ভেরাইটিজ শো) সহ সবধরণের অসামাজিক কার্যকলাপ বন্ধে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) ও দিরাই থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন গ্রামবাসী। সোমবার ধল গ্রামের সমাজকর্মী আখলাকুর রহমানসহ কয়েকজন গ্রামবাসী স্বাক্ষরিত পৃথক আবেদন এসকল দপ্তরে দাখিল করা হয়। আবেদনে গ্রামের লোকজন উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বরী পূজা উপলক্ষ্যে ধল গ্রামের কালনী নদীর দক্ষিণ পাড়ে দীর্ঘদিন যাবত ধল মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাতে হিন্দু ধর্মাবলম্বীদের তাদের পূজা অর্চনা পালন ও ব্যবসায়ীগণের ব্যবসা পরিচালনায় গ্রামবাসী সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত। তবে ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে গ্রামের একশ্রেণির স্বার্থান্বেষী মহল গ্রাম উন্নয়নের নামে মেলা লিজ দিয়ে মেলায় মদ গাঁজা, স্বল্পবসনা নারীরদের অশ্লীল নৃত্য ও জুয়ার প্রচলন ঘটায়। এতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকদের ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ এলাকার লোকজন দেউলিয়া হয়ে আসছে। গ্রামবাসীর প্রতিরোধে বিগত তিনবছর ধরে মেলায় এসব অপকর্ম বন্ধ আছে। এবছর আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবারের মেলাতে ওই স্বার্থান্বেষী মহল পুনরায় অসামাজিক কার্যকলাপ চালু করার পাঁয়তারা করছে। এতে মেলায় শান্তিভঙ্গের সম্ভবনা দেখা দিয়েছে। আবেদনকারীদের একজন গ্রামের আখলাকুর রহমান বলেন, সারাদেশে জুয়া বন্ধে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। আমরা এলাকাবাসী মেলায় অসামাজিক কার্যকলাপ বন্ধে একতাবদ্ধ। এবিষয়ে মুঠোফোনে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার বলেন, আমি ঢাকাতে আছি। বিগত তিন বছর ধল মেলায় জুয়াসহ অনৈতিক কাজ বন্ধ আছে। এবারও এগুলো করতে দেওয়া হবে না।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap