সারাদেশ

ধল মেলায় কোন ধরনের অসামাজিক কাজ করতে দেয়া হবে না – ওসি কে এম নজরুল

স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ের ঐতিহ্যবাহী ধল মেলায় মদ, গাঁজা, জুয়া, অশ্লীল নৃত্যসহ কোন ধরনের অসামাজিক কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল। কলম শক্তি ডটকমকে তিনি বলেন, দেবী পরমেশ্বরীর পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের এই মেলা দীর্ঘকাল ধরে চলে আসছে। বরাবরের মতো এবছরও পূজানুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা প্রদান করবে। তবে মেলাতে মাদক, জুয়া, অশ্লীলতাসহ কোন সমাজবিরোধী কাজ করতে দেয়া হবে না। যদি কেউ এগুলো করার চেষ্টা করে তবে কঠোরহস্তে দমন করা হবে। ওসি বলেন, ইতোমধ্যে মেলার শুরুতে আমরা অভিযান চালিয়ে চার জুয়াড়ি গ্রেফতার করেছি। মেলায় কিংবা মেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকায় যাতে জুয়াড়িরা সংগঠিত হতে না পারে, সেলক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। মেলায় অসামাজিক কার্যকলাপ হলে তৎক্ষনাৎ 01713374425 নম্বরে ফোন করে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহবান জানিয়েছেন ওসি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap