আন্তর্জাতিক

দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রতিনিধি : যুক্তরাজ্যস্থ আর্থ-সামজিক সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের মক্কা গ্রিল রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রভাষক ওমর ফারুক, অ্যাডভোকেট সামছুল হক চৌধুরী, সুফি মিয়া, নাজমুল হোসেন চৌধুরী চাঁন মিয়া, নজরুল ইনলাম, মিজান চৌধুরী, আব্দুল মজিদ, আবুল হাসনাত, খালেদ রেজা খাঁন, মাসুক আহমদ সরদার, শাহিন মিয়া, পাশা মিয়া, সোহেল আহমদ, আব্দুল জাহির, আনোয়ারুল হক ফিরোজ, আজিজুর রহমান লিটন, জাভেদ সরদার, মো. ফখর, জাকির সরদার, ফয়সল আহমদসহ সংগঠনের সদস্যরা। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহিদুল ইসলাম নজরুল। সভায় সংগঠনের কমিটি পুর্নগঠনে নির্বাচন, নতুন সদস্য অর্ন্তভুক্তি, সংগঠনের অর্থায়নে পরিচালিত দিরাইয়ে বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারসহ বিভিন্ন সামজিক কর্মসূচির বিষয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। উল্লেখ্য, দিরাই শাল্লার হতদরিদ্র মানুষের আর্থ-সামজিক উন্নয়নের লক্ষ্যে বিগত ২০১১ ইং সনে প্রতিষ্ঠিত দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এলাকার দরিদ্র লোকজনের জীবনমান উন্নয়নে কাজ করছে। সংগঠনটি ২০১২ ইং সনে দিরাই শাল্লা দুই উপজেলায় ৭ লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণ করে, ২০১৩ ইং সনে বিশুদ্ধ খাবার পানির অভাব দূরীকরণে দুই উপজেলার বিভিন্ন স্থানে ১২ টি নলকূপ স্থাপন করে দেয়, ২০১৪ ইং সনে দিরাই শাল্লায় গুণিজনদের সংবর্ধণা প্রদান করে। ২০১৫ সালে হতদরিদ্র পরিবারের যুবতী মেয়েদের বিবাহের জন্য ৩৬ জন কন্যাদায়গ্রস্থ পিতাদের জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ প্রদান করে। এরপর ২০১৭ ইং সনে এলাকার দরিদ্র নারীদের কর্মমুখী ও সাবলম্বী করার লক্ষ্যে ৮৫ টি সেলাই মেশিন প্রদান করে। ২০১৮ ইং সনে অকাল বন্যায় ফসল হারানো কৃষকদের মাঝে ২০০ বস্তা চাল বিতরণ করে। ২০১৯ ইং সনে এলাকার অস্বচ্ছল বেকার যুবক-যুবতী ও দরিদ্র শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিরাই পৌরসদরে নিজস্ব ব্যবস্থাপনায় সম্পুর্ণ বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার চালু করে। এখানে ৭০০ আবেদনকারীদের প্রায় ১৫০ প্রশিক্ষণার্থী ইতোমধ্যে প্রশিক্ষণ ও সনদ গ্রহণ করেছেন। বাকিরাও পর্যায়ক্রমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap