দিরাইয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
স্টাফ রিপোর্টার ঃ একুশের প্রথম প্রহরে দিরাইয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে দিরাই উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ, নির্বাহী অফিসার মো. সফি উল্লাহর নেতৃত্বে উপজেলা প্রশাসন, মেয়র মোশাররফ মিয়ার নেতৃত্বে পৌরসভা, ওসি কে এম নজরুলের নেতৃত্বে দিরাই থানা, সাবেক কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রধান শিক্ষক জাফর ইকবালের নেতৃত্বে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক সব্যসাচী দাসের নেতৃত্বে দিরাই মডেল উচ্চ বিদ্যালয়, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের নেতৃত্বে প্রেসক্লাব, সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের নেতৃত্বে উপজেলা খেলাঘরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কানাই লাল রায়, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, অ্যাডভেকেট রিপা সিনহা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।