দিরাইয়ে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে দিরাই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সরকারি বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। প্রত্যুষে উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, আওয়ামীলীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, সংগঠন পৃথক প্রভাত ফেরী করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ মন্দিরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ওসি কে এম নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি সোহেল আহমেদ, সিরাজ উদ দৌলা তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, কামাল উদ্দিন, বিকাশ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদল সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, বিএনপি নেতা আবু সাঈদ চৌধুরী, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, মিহির রঞ্জন দাস, সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক শিক্ষক জাফর ইকবাল, সব্যসাচী দাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।