সারাদেশ

মহান শহীদ দিবসে ‘স্বজন’-এর হাতের লেখা সুন্দর প্রতিযোগিতা

রবিনুর আহমেদ, দিরাই ঃ মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিরাইয়ের রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ এর উদ্যোগে ‘হাতের লেখা সুন্দর’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২ টায় পৌরসদরের দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রতি গ্রুপ থেকে ৭ জন করে মোট ২১ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। এরপর বেলা ৩ টায় পুরস্কার বিতরণপুর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ’র সভাপতিত্বে ও স্বজনের আহবায়ক ইসলাম উদ্দিন, সদস্য সচিব মুহিবুর মুন্নার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণ দাস, অশোক দাস, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সংগঠনের উপদেষ্টা প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই সরকারি কলেজের আইসিটির প্রভাষক মিজানুর রহমান পারভেজ, সংগঠনের যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু, সদস্য রুহুল আমিন, সুলতান আফরিন ইমন, হৃদয়, আফফান হোসেন দবির, তুহিন আহমদ, মোজাক্কির মিয়া, বাবলু হোসাইন চৌধুরী, জয়ী দে অন্না, মাহবুবা আক্তার, জলি দাস, নিরঞ্জন দাস, মিনহাজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা জয়ন্ত কুমার সরকার। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম চৌধুরী বলেন, বর্তমান যুগে ইন্টারনেটের প্রভাবে হাতের লেখার উপর কেউ গুরুত্ব দিতে চায় না। সুন্দর ও শুদ্ধভাবে হাতের লেখার উপর গুরুত্ব দিতে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, একটা সময় ছিলো এমন প্রতিযোগিতা প্রায়ই অনুষ্ঠিত হতে দেখা যেতো, এখন এটি প্রায় বিলুপ্ত হতে চলেছে। স্বজনের এই উদ্যোগের জন্য তিনি ভুয়সী প্রশংসা করেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap