স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মন্দ কাজ থেকে দূরে রাখে। এজন্য প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা আয়োজনে সবধরনের সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, আমাদের এমপি মহোদয় (ড. জয়া সেনগুপ্তা) খেলাধুলার ব্যাপারে খুবই উৎসাহী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টায় দিরাই কলিয়ারকাপন বাজার খেলার মাঠে কলিয়ারকাপন, বড়কাপন যুব সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কলিয়ারকাপন গ্রামের মুরুব্বি নাজির চৌধুরীর সভাপতিত্বে ও আমজাদ হোসেন তুহিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ছোবা মিয়া, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল হক, যুবলীগ নেতা জিল্লুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, আব্দুস শীষ, মুজাহিদ মিয়া, মোজাফফর মিয়া, ছালেক মিয়া প্রমুখ।
মোট ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কিংস ইলিভেন মাতারগাঁও ও সুপার ইলিভেন বড় কাপন। প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলিভেন মাতারগাঁও নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে ১৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান করতে সমর্থ হয় সুপার ইলিভেন বড় কাপন। ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী কিংস ইলিভেন মাতার গাঁও দলের পায়েল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ঝিনুক চৌধুরী।