জাতীয়

জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ উপাধি পাওয়ার ৫১ তম বার্ষিকী আজ

কলম শক্তি ডেস্ক ঃ জাতির জনক শেখ মুজিবের নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে বঙ্গবন্ধু উপাধি। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিতে অভিষিক্ত হওয়ার ৫১তম বার্ষিকী আজ। আইয়ুব খানের পতন ও শেখ মুজিবুর রহমানসহ সকল রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তিকে স্মরণীয় করে রাখতে ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় জনসভার। ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে সেটিই ছিলো সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত প্রথম জনসভা। তার আগে বড় জনসভাগুলো হতো পল্টন ময়দানে। জনসভায় উপস্থিত লাখো জনতার সামনে ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবের ত্যাগ তিতিক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। লাখো জনতা দুই হাত তুলে তোফায়েল আহমেদের সেই প্রস্তাব সমর্থন করেন। সেই থেকে জাতির জনক শেখ মুজিবের নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে বঙ্গবন্ধু উপাধি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap