দিরাইয়ে শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক ঃ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর বাজারে অবস্থিত ‘শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ-উপলক্ষ্যে রোববার বিকেলে বিদ্যালয়ের পৃষ্ঠপোষক প্রবাসী জিল্লুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়, যুবলীগ নেতা জিল্লুর রহমান, কলকলিয়া কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, আবু তাহের, আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, মিজানুর রহমান মিজান , ইউপি সদস্য নুর আলম, লেবু মিয়া ও প্রবাসী মিজানুর রহমান। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।