ইতালিতে করোনা ভাইরাসে নিহত ৩, আতংকে বাঙালিরা
মাহবুব কামাল জানান, ইতালি থেকে ঃ ইতালিতে করোনার প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছাড়িয়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে ভেনিস কার্নিভাল।ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল মিলান ও ভেনিসে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। করোনা ভাইরাস আতঙ্কে ইতোমধ্যেই উত্তরাঞ্চলীয় ১০টি শহরে জনসমাগমস্থল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর আওতায় স্কুল, সরকারি ভবন, রেস্টুরেন্ট ও কফি শপের মতো স্থানগুলো; যেখানে জনসমাগম ঘটে সেগুলো বন্ধ থাকবে। ইতালিতে সম্প্রতি এ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যিনি কখনও চীনে যাননি। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার অঞ্চলটির জনসমাগমস্থল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে আক্রান্তরা লোম্বার্ডি এলাকার বাসিন্দা। সেখানে জানুয়ারির শেষ দিকে চীন থেকে ফেরা এক ব্যক্তির সঙ্গে বৈঠকের পর ৩৮ বছরের আরেক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হন। ওই ব্যক্তি যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সেখানকার পাঁচ চিকিৎসক ও নার্স এবং অন্য বেশ কয়েকজন রোগীও এ ভাইরাসে আক্রান্ত হন। ওই এলাকার একটি ক্যাফেতে যাওয়া তিন ব্যক্তির শরীরেও এ ভাইরাসের সন্ধান মিলে। উদ্ভূত পরিস্থিতিতে নড়েচেড়ে বসে প্রশাসন।