সারাদেশ

জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পে দিরাই স্কাউট দলের সফলতা

স্টাফ রিপোর্টার ঃ দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প-২০২০ এ সফলতা দেখিয়েছে দিরাই স্কাউট দল। ১৭ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারি ৬ দিনব্যাপী কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরংয়ের সমুদ্র সৈকতে এই জাতীয় বেইজড স্কাউট ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে দেশবিদেশের ২২০ টি স্কাউট দল অংশগ্রহণ করে। দিরাই এভারগ্রীন রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ১৮ সদস্য বিশিষ্ট ২টি ইউনিট (রোভার ও স্কাউট) ক্যাম্পে অংশগ্রহণ করে। মূল তাবু জলসায় ২২০ টি দলের মধ্যে সেরা ১০টি দলের একটি নির্বাচিত হয়ে পারফর্ম করার সুযোগ লাভ করে দিরাই স্কাউট ইউনিট। শিক্ষা মন্ত্রী ড. দিপু মনির উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পের মূল কার্যক্রম শুরু হয় এবং ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। দিরাই স্কাউট দলের পারফরম্যান্স ব্যাপকভাবে সাড়া জাগায় সকলের কাছে। এছাড়া উভয় ইউনিটের সদস্যরা বিভিন্ন চ্যালেঞ্জে ব্যাপক সফলতা দেখিয়ে প্রশংসা অর্জন করে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap