সৌদিতে সাগরে ডুবে সিলেটের দুই ভাইয়ের মৃত্যু

কলম শক্তি ডেস্ক ঃ সৌদিতে সাগরে ডুবে সিলেটের দুই ভাইয়ের মৃত্যু সৌদি আরবে সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে সিলেটের ফেঞ্চুগঞ্জের আপন দুই ভাই মারা গেছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত অপরজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এ দুই ভাই হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের মৃত ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের গম্বুজ শহরের নিজ বাসা থেকে মাছ ধরতে ট্রলার নিয়ে সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকালে অন্যান্য ট্রলারের লোকজন ফিরলেও অসিম ও উসমান ফিরে আসেননি। পরে সৌদিতে অবস্থানকারী তাদের বড়ভাই জসিম মিয়া স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করেন। সৌদির নৌ-পুলিশ তল্লাশি চালিয়ে উসমান আহমেদের মরদেহ উদ্ধার করে। তবে মোহাম্মদ অসিমের মরদেহের খোঁজ মেলেনি। নিহতদের স্বজন সাহিল আহমদ রবিবার সন্ধ্যায় জানান, অসিম বেঁচে নেই বলেই ধারণা করছে সৌদি পুলিশ। তার মরদেহ উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে দেশটির নৌ-পুলিশ।