টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ইলিভেন স্টার ও সিপি রয়েলস
স্পোর্টস রিপোর্টার ঃ দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক আসাদ উল্লা’র উদ্যোগে অনুষ্ঠিত ‘টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দিরাইয়ের সুনামধন্য দুই ক্রিকেট ক্লাব ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব ও সিপি রয়েলস। মোট ৩২ দলের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েই ফাইনালে পৌঁছে দল দুটি। আজ (সোমবার) বিকেলে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে মুখোমুখি হয়ে ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব ও দিরাই স্পোর্টিং ক্লাব (ডিএসসি)। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহ করে ডিএসসি। জবাবে ১২ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় দিরাই ক্রিকেটের পথিকৃৎ ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব। খেলায় ২১ বলে ৩৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাজু। এ-র আগে গতকাল (রোববার) ১ম সেমি ফাইনালে মাঠে নামে সিপি রয়েলস ও স্বাগতিক টাইগার ইয়াং স্পোর্টিং ক্লাব। খেলায় স্বাগতিক দল প্রথমে ব্যাট করে ১৩৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিপি রয়েলস। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে সেমিফাইনাল ম্যাচগুলো উপভোগ করেছেন। শীঘ্রই এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও জমকালো সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন খেলা পরিচালনা কমিটির সভাপতি শাহিয়ান কানন।