দিরাইয়ে ‘ডিএসএস ফুড গ্যালারি’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ে বিভিন্ন রকমের বাহারি ফাস্ট ফুডের সমাহার নিয়ে ‘ডিএসএস ফুড গ্যালারি’ যাত্রা শুরু করেছে। বুধবার বিকাল ৫ টায় দিরাই সরকারি কলেজ গেইট সংলগ্ন আবদাই মিয়া মার্কেটস্থ ডিএসএস লাইব্রেরির পার্শ্ববর্তী ১ নং দোকান কোঠায় এই খাবার দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মজলিশপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রউফ। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাহজাহান সিরাজের পিতা হাজী আরজু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান লাল মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, প্রিন্সিপাল জুয়েল আহমদ, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, মাওলানা মারুফ আহমেদ ইশা, ব্যবসায়ী ফুল মিয়াসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সহযোগী প্রতিষ্ঠান ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির শিক্ষক ছাত্রছাত্রীরা।
