দিরাইয়ে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ

স্টাফ রিপোর্টার : দিরাইয়ে ধল একতা ফাউন্ডেশন ও প্রবাসী শেখ শামীমের যৌথ উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা তাড়ল ইউনিয়নের ধল দাখিল মাদ্রাসা ও ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম হতে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ৬০ জন শিক্ষার্থীকে এই স্কুলব্যাগ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদ, সহকারী সুপার মাওলানা হাবিবুর রহামান, আব্দুল লতিফ মাস্টার, দিরাই প্রেসক্লাব সহসভাপতি সোয়েব হাসান, মিজানুর রহমান, শেখ ইকবাল, মাওলানা ওসমান গণি, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মাহবুব মিয়া, ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমাকান্ত দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ছাদ্দিক মিয়া, সমাজকর্মী আলী আহমেদ, শিক্ষক প্রতিভা রানী দাস, লিপিকা দাস প্রমুখ। ধল একতা ফাউন্ডেশনের সদস্যরা জানান, দারিদ্রতার কারণে কোন শিশু যেন বিদ্যালয়ের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেলক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।