সারাদেশ

দিরাইয়ে কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিলেন দিনমজুর মহিলা

স্টাফ রিপোর্টার ঃ দিরাই থানা পয়েন্ট থেকে কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন দিনমজুর মহিলা। ওই মহিলা বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মোবাইলটি রাস্তায় কুড়িয়ে পান। মোবাইলটি নিয়ে আসেন প্রেসক্লাবে। অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদকে সেথায় পেয়ে বিষয়টি জানিয়ে মোবাইল রেখে যান। দিনমজুর মহিলা করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের রঞ্জিত বর্মনের স্ত্রী বালু শ্রমিক রেনুকা বর্মন। এসময় তিনি বলেন, রাস্তার পড়েছিল, শিশুরা নিয়ে যেতে পারে ভেবে নিয়ে আসছি। এরপর অনুসন্ধান করে মোবাইলটির প্রকৃত মালিক একই ইউনিয়নের আবারক উল্লা’র পুত্র নুরে ইমানের হাতে তুলে দেওয়া হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap