সারাদেশ
করোনা ভাইরাস প্রতিরোধে পাবলিক গ্রুপের তিনদিনব্যাপী প্রচারণা সম্পন্ন; কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার ঃ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেসবুকভিত্তিক সমাজসেবী সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের তিনদিনব্যাপী ধারাবাহিক কর্মসূচি আজ (বৃহস্পতিবার) সম্পন্ন হয়েছে। তৃতীয় দিনে দিরাই পৌর শহরের বিভিন্ন মার্কেট, দোকান, থানা পয়েন্টসহ জনবহুল মোড়, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজ, আলেম উলামা, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করেন গ্রুপের নিবেদিত কর্মীরা। সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত সংগঠনটির তিনদিন্যাপী কার্যক্রমে সহযোগিতা করায় সুধীজন ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দিরাই থানা পাবলিক গ্রুপের এডমিন প্যানেল।