ভারতে মুসলিমদের হত্যা, নির্যাতন ও মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা কর্তৃক মুসলিমদের নির্যাতন, হত্যা ও মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে দিরাই ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুম্মা ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর থানা পয়েন্টে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা নাজিমুদ্দিন তালুকদার, চান্দিপুর ইসলামিয়া মাদ্রসার মুহতামিম মাওলানা নূর উদ্দিন, উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুক্তার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক জিয়াউল করিম প্রমুখ। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা ছাদিকুর রহমান। বক্তারা ভারতে মুসলিমদের নির্যাতন হত্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে বাংলাদেশে মুজিব বর্ষের আয়োজনে তাকে প্রত্যাখানের জন্য সরকারের প্রতি আহবান জানান।