সারাদেশ
আছাব উদ্দিন সরদারের মৃত্যুতে নুরুল হুদা মুকুটের শোক

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলার করিমপুর ইউনিয়নের চার বারের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট। বুধবার বিবৃতিতে এ শোক জানানো হয়।
নুরুল হুদা মুকুট মরহুম আছাব উদ্দিন সরদারের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, আছাব উদ্দিন সরদার আওয়ামী লীগের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন।
উল্লেখ্য, ২৬ মে বুধবার দুপুর ১ টায় দিরাই পৌর সদরের উপজেলা রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন আছাব উদ্দিন সরদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।