বিনোদন

শাহ আবদুল করিম লোক উৎসবে আশিক ও লায়লা’র সুরের মূর্ছনায় বিমোহিত হাজারো দর্শক

সাজু আহমেদ, দিরাই – বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুুুষ্ঠিত দু’দিনব্যাপী লোক উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উদ্বোধনী দিনের সাংস্কৃতিক অনুুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান-১২ এর সেরা তারকা সুলতানা ইয়াসমিন লায়লা ও ফোক গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দিরাই উপজেলার উজান ধল মাঠে হাজারো দর্শককে সুরের মূর্ছনায় বিমোহিত করেন তারা। নাটোরের মেয়ে লায়লা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রান নাথ ছাড়িয়া যাই না মোরে, এবং মন প্রান দিয়াছি সোনা বন্ধুরে পরে দর্শকের অনুরোধে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গান ময়মনসিংহ গীতিকার ‘সখি গো আমার মন ভালো না’ গান পরিবেশেন করেন। পরে গান পরিবেশন করেন হবিগঞ্জের কৃতি সন্তান বাউল জগতের পরিচিত মুখ ফোক গানের শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। আব্দুল করিমের ‘মাটির পিঞ্জিরায় সোনােময়না’, আমার বাড়ি আইলাউ না কেনে, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালের লেখা এই মিনতি করি বন্ধু ছেড়ে যেওনা , সহ বেশ কয়েকটি গান গেয়ে সংগীত পিপাসু দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়। এদিকে জনপ্রিয় শিল্পী লায়লা ও আশিক ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রায়ই তাদের বিভিন্ন টিভি চ্যালেনেরর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে দেখা যায়। সংঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। দর্শক-শ্রোতাসহ যারা অনুষ্ঠান সফল করতে সহযোগীতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজন কমিটি।

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap