ইউসুফ আল আজাদ আজীবন বেঁচে থাকবেন হাওরবাসীর হৃদয়ে – পরিকল্পনা মন্ত্রী

জামালগঞ্জ প্রতিনিধিঃ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জামালগঞ্জের মানুষ ইউসুফ আল আজাদকে ৪০ বছর তাদের মহামূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন, আজ তিনি নেই। অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের মৃত্যু নেই, তিনি আজীবন বেঁচে থাকবেন হাওরবাসীর হৃদয়ে। হাওরের মানুষের মন জয় করেছিলেন যিনি তার কর্ম দিয়ে। আজকের উপস্থিতি প্রমান করে তাঁঁর জনপ্রিয়তা কত গভীরে ছিল। জামালগঞ্জের সুরমা নদীতে ব্রীজ হবে ইউসুফ আল আজাদের নামে। তাঁর অসমাপ্ত কাজ আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সমাপ্ত করা হবে। গতকাল ২৯ ফেব্রুয়ারী বিকালে সাচনা বাজারে ঐতিহাসিক বটতলায় জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ’র শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী’র সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেনগুপ্তা এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জাতীয় সংসদে বিরোধীদলীয় চীফ হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম এমপি, সুনামগঞ্জ – হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শামছুন্নাহার রাব্বানী শাহানা, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, জামালগঞ্জ উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক এম নবী হোসেন, শামীম আহমদ বিলকিছ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ’র পুত্র ইকবাল আল আজাদ, মেয়ে শাহানা আল আজাদ, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, জেলা শ্রমিকলীগ সদস্য সায়েম পাঠান প্রমুখ।
