জাতীয়সারাদেশ

ভালো শিক্ষকদের পুরুস্কৃত ও মন্দ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে – ড. জয়া সেনগুপ্তা এমপি

স্টাফ রিপোর্টার ঃ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অশিক্ষিত ব্যক্তিমাত্রই সমাজের জন্য বোঝাসরুপ। শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন ভাবাও যায় না। একটি জনগোষ্ঠীকে উন্নতির ক্রমবর্ধমান পথে ধাবিত হতে গেলে ও চূড়ায় পৌঁছাতে হলে শিক্ষার বিকল্প নেই। তাই সর্বক্ষেত্রে শিক্ষাকে অগ্রাধিকার গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষাব্যবস্থার বীজ। একটা ভালো বীজ থেকেই সম্ভব একটা গাছ মহীরুহ হয়ে ওঠা, তেমনি মানসম্মত প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যত গঠন ও উন্নয়নের জন্য অপরিহার্য। ড. জয়া সেনগুপ্তা আরও বলেন, একজন আদর্শ শিক্ষকই পারেন গোটা জাতিকেই পরিবর্তন করতে। কিন্তু পরিতাপের বিষয় সেরকম শিক্ষক এসমাজে এখন খোঁজে পাওয়া ভার, আদর্শ শিক্ষক যেন সোনার হরিণ। তিনি উপজেলার ভালো শিক্ষকদের পুরুস্কৃত ও খারাপ শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। রোববার দুপুরে সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, ওসি কেএম নজরুল, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিনিয়র মৎস্য অফিসার শরীফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, শিবলী আহমেদ বেগ, রেজুয়ার হোসেন খান, সৌম্য চৌধুরী, আবদুল কুদ্দুস প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap