সারাদেশ

সিলেটে ‘দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশেষ সংবাদদাতা ঃ আমিন মোহাম্মদ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দৈনিক সময়ের আলো’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পরবর্তী নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান সময়ের আলো’র সিলেট’র নিজস্ব প্রতিবেদক মনোয়ার জাহান চৌধুরী। শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রেসক্লাব ফাউন্ডেশন, সিলেট’র সভাপতি আল আজাদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট’র সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, অতিরিক্ত পিপি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশীদ রেনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ব্যাংকার মতিউল বারী চৌধুরী, একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সিলেট’র সাধারণ সম্পাদক আবদুল কমির কীম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, মানবাধিকার বাস্তবায়ন কমিশনর সিলেট মহানগর শাখার সভাপতি আ ম ন জামান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার, সিলেটভয়েস ডটকমের সম্পাদক সৈয়দ রাসেল, শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, মাই টিভির সিলেট ব্যুরো প্রধান জাহাঙ্গীর চৌধুরী, ক্যামেরাপার্সন শাহীন আহমদ, ফটো সাংবাদিক মামুন হোসেন, শ্যামল সিলেট’র স্টাফ ফটো সাংবাদিক আবু বকর ও দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু প্রমুখ। এদিকে অনুষ্ঠান শুরু আগে সময়ের আলো’র বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap