আন্তর্জাতিক

দিল্লিতে ঘর-সন্তান হারানোদের জন্য বাংলার দরজা খোলা – মমতা

ডেস্ক রিপোর্ট ঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে সহিংসতায় যারা গৃহহীন, সন্তানহীন, আতঙ্কে যাদের দিন কাটছে, তাদের জন্য বাংলার দরজা খোলা। নিজে দু’মুঠো ভাত খেতে পেলে, তাদের একমুঠো ভাত নিশ্চয়ই দেব। তহবিল গঠনের জন্য তৃণমূল নেতাদের নির্দেশও দেন মমতা ব্যানার্জি। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা মানুষকে আশ্রয়হীন করতে পারে, তারা মানুষকে আশ্রয় দিতে পারে না, সে ক্ষমতা নেই। এই বাংলা সেই বাংলা, যারা মায়ের আঁচল দিয়ে সকলকে ভালোবাসে, চোখের জল মুছিয়ে দেয়। ‘ নেতাকর্মীদের উদ্দেশে মমতা বলেন, বিজেপি প্ররোচনা দেবে, তবে সংঘাতে জড়ানো যাবে না। আইন হাতে তুলে না নিয়ে বিরোধিতা করতে হবে। দিল্লির সরকারের ঔদ্ধত্য যেন না শিখি। তিনি অভিযোগ তুলে বলেন, ‘বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মালদহ বা মুর্শিদাবাদ থেকে ভিন্ন রাজ্যে যারা কর্মরত, তাদের বহুজনরেই রক্তমাখা মৃতদেহ বাংলায় এসেছে। বিহারীদেরও একইভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ’ তিনি দিল্লির সহিংসতাকে পরিকল্পিত গণহত্যা বলে আবারও দাবি করেন। তিনি বলেন, ‘দিল্লির ঘটনা আসলে একটি সুপরিকল্পিত গণহত্যা। আমি কেন গণহত্যা বলছি? কারণ এটা রাষ্ট্রের পক্ষ থেকেই করানো হয়েছে। ‘

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap