জাতীয়সারাদেশ

দিরাইয়ে ইমাম পুরোহিতদের নিয়ে প্রশাসনের সভা

স্টাফ রিপোর্টার : দিরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে স্থানীয় ইমাম ও পুরোহিতদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ওসি (তদন্ত) আকরাম হোসেন, এসআই রুপক কর্মকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি সুরঞ্জন রায়, সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, মাওলানা নুর উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইদ্রিস আহমদ, মাওলানা হাসান আলী, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা আমিন উদ্দিন, মাওলানা আমিরুল ইসলাম, পুরোহিত ভানু চক্রবর্তী, নিখিল চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, মনোরঞ্জন চক্রবর্তী, স্বপন কান্তি দাস,সহ স্থানীয় বিভিন্ন মসজিদ-মন্দিরের ইমাম ও পুরোহিতগণ। সভাপতির বক্তব্যে ইউএনও মো. সফি উল্লাহ ইমাম পুরোহিতদের উদ্দেশ করে বলেন, যুগযুগ ধরে যেভাবে আপনারা দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলছেন, এটিকে অক্ষুন্ন রাখতে হবে। এজন্য আপনাদেরই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। কোন বিচ্ছিন্ন ঘটনার জন্য কিংবা গুজবে কান দিয়ে দাঙ্গা হাঙ্গামা করে এই সম্প্রীতি নষ্ট করা যাবে না। অতীতের ন্যায় এই শান্তিপুর্ণ সহাবস্থান যাতে ভবিষ্যতেও বজায় থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাবস্থায় সহযোগিতার জন্য প্রস্তুত আছে বলেও জানান তিনি। বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ইমাম ও পুরোহিতগণ একযোগে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।


Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap