দিরাই থানা গ্রুপের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ঃ ফেসবুকভিত্তিক সমাজসেবামূলক সংগঠন ‘দিরাই থানা গ্রুপ (DTG)-এর উদ্যোগে প্রবাসীদের স্বদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ৪ টায় দিরাইস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বকুল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সায়েম এর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পুকিডর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোঃ আরজু খান, গিলমান মিয়া, সজিদ মিয়া ও দুবাই প্রবাসী মোঃ হাবিজ মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান সমন্বয়ক মোঃ রুমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ, অর্থ সম্পাদক মহাদেব দাস অনিক, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আবু ওয়াক্কাছ খান সুমন, প্রচার সম্পাদক ইমন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিমেল মোবারক প্রমুখ। সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে গ্রুপের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।