দিল্লিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দিরাই ধল বাজারে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক হামলায় মুসলিম হত্যা, নির্যাতন, মসজিদে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দিরাই উপজেলার ধল বাজারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ধল শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ধল বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ধল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কাজী ফারুক আহমেদ, মাওলানা শাহিন আহমেদ, মাওলানা মাহবুব মিয়া, মাওলানা শাহাজান আহমেদ, মাওলানা শফিউর রহমান, মাওলামা আব্দুল হাফিজ সরদার, মাওলানা ফজলুর করিম, হাফিজ বদরুজ্জামান, ক্বারী সায়াদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মুরুব্বী শেখ ইয়াদ আলী, কবির মেম্বার, মাওলানা আজিজুর রহমান, হাফিজ শামীম, হাফিজ মহিবুর, সমাজকর্মী আখলাকুর রহমান, শেখ মোজাম্মেল হোসেন, মাকসুদুর রহমান, সুজন তালুকদার, সোহাগ মিয়া, শরিফ উদ্দিন, আল রিয়াদ আহমেদ, শাহারিয়া ইমন, শাহ মিনহাজ, সারোয়ার নয়ন, জাহেদ আহমেদ, আকাশ আহমেদ প্রমুখ।