
স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম থানা পুলিশের সহযোগিতায় দিরাই বাজারে এই অভিযান পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা না থাকা, বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তত, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযানকালে বিভিন্ন অনিয়ম পেয়ে প্রচলিত আইনে তানজিম বেকারীকে ৫ হাজার টাকা , জমজম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রফিক স্টোরকে ৩ হাজার টাকা, আনিসা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, স্বস্তি ভান্ডারকে ৫ হাজার টাকা, দিরাই ফার্মাকে ৫ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার এএসআই আবুল হাসনাতসহ পুলিশ সদস্যরা। অভিযান চলাকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারাণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।