ডিপজলের সভামঞ্চে কামালগীতি গাইলেন সাংবাদিক বাউল আল-হেলাল
সুনামগঞ্জ সংবাদদাতা : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সভামঞ্চে গান গাইলেন সুনামগঞ্জের সাংবাদিক ও জনপ্রিয় বাউল শিল্পী আল-হেলাল। সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন গায়ক হিসেবে আল-হেলালের পরিচিতি ঘটেছে জেলার সর্বত্র। রোববার (১ মার্চ) ব্যক্তিগত সফরে সুনামগঞ্জের তাহিরপুরে আসেন ডিপজল। এদিন দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি। তাকে দেখতে আগে থেকেই সেখানে ভিড় করে হাজার হাজার ভক্ত। মানুষের সেই ঢল সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। অনেককে ডিপজলের সিনেমার জনপ্রিয় বেশকিছু ডায়লগ উচ্চস্বরে বলতে শোনা যায়। ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ‘চাচ্চু’খ্যাত এই অভিনেতা। স্কুল মাঠে ভক্তদের ব্যাপক উপস্থিতি দেখে উচ্ছাস প্রকাশ করেন ডিপজল। তিনি বলেন, সুনামগঞ্জের মানুষ আমাকে এতো ভালোবাসেন, সেটা আগে জানা ছিল না। ভবিষ্যতে আমার কোনো সিনেমা মুক্তি পেলে আশা করি তা দেখতে অবশ্যই আপনারা প্রেক্ষাগৃহে যাবেন। জানা যায়, মনোয়ার হোসেন ডিপজল তাহিরপুর উপজেলার বড়দল (উত্তর) ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের আমন্ত্রণে উপজেলার বারহাল গ্রামে আসেন। পরে রাত ১০ টায় বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামে এক ওরস মাহফিলে সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। এসময় ডিপজলকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের পঞ্চরত্ম বাউলের মধ্যমনি গানের সম্রাট কামাল পাশা রচিত ‘দিলকী দয়া হয়না’ গানটি পরিবেশন করেন সাংবাদিক বাউল আল-হেলাল। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত অতিথি শিল্পী আকলিমা বেগম ও দুলাল সরকার। আয়োজক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এর সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক শেখ হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওরস উৎসবে প্রায় ৫ হাজার ভক্ত আশেকানের সমাগম ঘটে। সোমবার (২ মার্চ) ভোরে তাহিরপুর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পর ওইদিনই সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন ডিপজল।