সারাদেশ

সুনামগঞ্জ কলেজের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি

আল-হেলাল,সুনামগঞ্জ : “এসো বন্ধু এসো স্বজন/প্লাটিনাম জয়ন্তী হবে উদযাপন/নবীন প্রবীণের সেতুবন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ কলেজের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। সুনামগঞ্জ সরকারী কলেজের ৭৫ বছর গৌরবোজ্জল বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৭ ও ২৮ মার্চ ২০২০ তারিখে “নবীন প্রবীণের প্লাটিনাম জয়ন্তী উৎসব” উদযাপন করা হবে। প্লাটিনাম জয়ন্তী উৎসবে অংশগ্রহন করতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সাবেক শিক্ষার্থীরা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও বর্তমান শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ৩ কপি ছবি জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন। প্রতিদিন (সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত) কলেজ প্রাঙ্গনে এবং (সন্ধ্যা ৬ টা হতে রাত ৯ টা পর্যন্ত)হোসেন বখত চত্বর,বক পয়েন্টে দেদারছে চলছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে ১০ই মার্চ ২০২০ইং পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নানসহ কয়েকজন মন্ত্রী ও সরকারী দলের সকল সংসদ সদস্য এবং দেশ বিদেশের অনেক গুনীজন এই প্লাটিনাম জয়ন্তী উৎসবে অংশগ্রহন করবেন বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap