সারাদেশ

মোদি ঠেকাও আন্দোলনে উত্তাল সুনামগঞ্জ

কলম শক্তি ডেস্ক :: মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসারও ইচ্ছা পোষণ করেছেন। তবে তাঁর এই আগমন ঠেকাতে প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের ইসলামী সমমনা দলগুলো ও মুসলমান ধর্মাবলম্বিরা। জুমার নামাজের পর তাই সকল মসজিদ থেকে দলবেধে মুসলমান ধর্মাবলন্বিরা শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সমবেত হন। পরে অংশ নেন বিক্ষোভ মিছিলে। শুক্রবার (৬ মার্চ) আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা নুরুল ইসলাম খান । এছাড়াও অন্যান্য ইমাম ও মাওলানাবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন সাম্প্রদায়িক লোক। তার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতার জন্মশতবার্ষিকীতে আমরা তাকে মেনে নিতে পারিনা। তিনি ভারতকে অশান্ত করেছেন। আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করি। কিন্তু তিনি তার নিজের দেশে আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছেন, তার হাতে আমাদের এই সম্প্রীতি নিরাপদ নয়, যদি বাংলাদেশে এই অমানুষ লোকটাকে অতিথি করাহয় তাহলে আমরা আন্দোলনে নিজেদের জীবন দিতেও প্রস্তুত’। বক্তারা বলেন ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ ।এখানে কোন সাম্প্রদায়িক ব্যক্তির আগমন মেনে নেয়া হবে না। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ছাত্র আন্দোলন, জমিয়ত নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও মসজিদের ইমামবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এবং বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলামনা অংশগ্রহণ করেন। সংগৃহীত ঃ সুনামগঞ্জ টুয়েন্টি ফোর

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap