দিরাইয়ে ধল গ্রামবাসীর অর্থায়নে সড়ক সংস্কার
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে অবস্থিত ‘ধল বাজার’। সহজ যোগাযোগব্যবস্থা ও ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বাজারটির অবস্থান হওয়ায় বাউল সম্রাট শাহ আবদুল করিমের স্মৃতিবিজড়িত প্রাচীন এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ধল পাবলিক উচ্চ বিদ্যালয়, ধল দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ইউনিয়ন ভূমি অফিস, গ্রামীণ ব্যাংক, ব্রাক এরিয়া অফিস, কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা হাসপাতাল। গ্রামের লোকদের পাশাপাশি প্রায় ৩ টি ইউনিয়নের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিত্যদিন বিভিন্ন প্রয়োজনে এই বাজারে আসতে হয়। ধল চান্দঁপুর, আশ্রম ও উজান ধলের লোকজনসহ শিক্ষার্থী ও বাজারে আগত লোকজনের যাতায়াতের একমাত্র সড়কটি চলাচলের অনুপযোগী অবস্থায় পড়েছিল ২ বছরের অধিক সময়। কালনী নদীর তীরবর্তী এলজিইডি’র নির্মাণ করা পাকা সড়কটির বেশকিছু অংশ ধ্বসে বিপদজনক অবস্থায় থাকলেও বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে পথচারীদের এপথেই চলাচল করতে হয়েছে। সামান্য বৃষ্টিপাত হলেই পিচ্ছিল সড়কে পড়ে গিয়ে অনেকেই আহত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার দারস্থ্য হয়েও কোন সুরাহা না পাওয়ায় অগত্যা গ্রামের লোকজন নিজেরাই উদ্যোগ নেন সড়ক সংস্কারের। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে তারা নিজেদের টাকায়ই শুরু করেন সড়ক সংস্কার কাজ। রোববার সকালে ধ্বসে যাওয়া সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়েছে। গ্রামের বজলুু মিয়া তালুকদার বলেন, সড়ক দিয়ে মানুষকে খুব কষ্ট করে যাতায়ত করতে হয়, তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার কাজ শুরু করেছি। আবু ছাদ্দিক মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অবশেষে বাধ্য হয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। গ্রামের সমাজকর্মী শাহারিয়া ইমন ও ইমন খান বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় সব জনপ্রতিনিধিদের কাছে রাস্তার বিষয়ে আমরা গিয়েছি। সবাই শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু কোন ব্যবস্থা নেননি। অবশেষে মানুষের কষ্ট দেখে আমরা গ্রামের লোকজন একতাবদ্ধ হয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করি।