স্টাফ রিপোর্টার ঃ দিরাই সরমঙ্গল ইউনিয়নের আলোর দিশারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রায়েক মিয়া (২০) নামে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার সরমঙ্গল গ্রামের লাল মিয়ার পুত্র। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন।
ছাত্রীর পরিবারসূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে যুবক রায়েক মিয়া ওই ছাত্রীসহ আরও ছাত্রীদের উত্ত্যক্ত করতো। স্থানীয়ভাবে চেষ্টা করেও যুবককে নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে অবশেষে আইনের দারস্থ্য হন তারা।
১ মাস দন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, তার (রায়েক মিয়া) বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগের সত্যতা মিলেছে, সে নিজেও স্বীকারোক্তি দিয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বলেন, ইভটিজিংয়ের দায়ে ১ মাসের দন্ডপ্রাপ্ত রায়েক মিয়াকে সাথে সাথেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।