দিরাইয়ে ইজারাকৃত জলমহালের পাশে পুকুর খনন, জেলা প্রশাসক বরাবর অভিযোগ
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই ও শাল্লা দুই উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত পুটকা হাওর জলমহাল সংলগ্ন বোরো জমিতে অসদুপায়ে জলমহালের মাছ ধরার উদ্দেশ্যে পুকুর খনন করে করছেন জলমহাল সংলগ্ন জমি মালিক। এতে ইজারাদার মৎস্যজীবি সমিতি আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হওয়ায় প্রতিকার চেয়ে মৎস্যজীবি সমিতির সভাপতি নৃপেন্দ্র দাস বাদী হয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন। আবেদনসূত্রে জানা যায়, কলিদ্রুম মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড জলমহালটি ১৪২৬ বাংলা সন হতে ১৪২৮ বাংলা সন পর্যন্ত ইজারাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ইজারামুল্য পরিশোধক্রমে জলমহালটির রক্ষণাবেক্ষণ করে আসছে। জলমহাল লাগোয়া পাশর্^বর্তী বোরো জমির মালিক তলবাউসী গ্রামের মনাছ মিয়ার পুত্র আবুল কালাম ও আলকাছ মিয়া জমির শ্রেণি পরিবর্তন না করেই জমিতে পুকুর খননের কাজ করছেন। এতে করে জলমহালটি মৎস্যশুন্য হয়ে পড়ার পাশাপশি ইজারাদার ক্ষতিগ্রস্থ ও সরকার রাজস্ব বঞ্চিত হবেন। সমিতির সদস্যরা জানান, প্রায় ৬ লক্ষ টাকা দিয়ে জলমহালটি ইজারা এনেছি, এমন হলে আমরা এতো টাকা কোথা থেকে দেবো। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।