দিরাইয়ে তিন দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন
দিরাই প্রতিনিধি: ‘উপকরণ নিয়ে ক্লাসে গেলে, শিখবে শিশু হেসে খেলে’ এ প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে তিন দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে এবং প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালনায় গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহর সভাপতিত্বে এবং প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোশাররফ মিয়া, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউ আর সি নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবদুল হালিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী। শিক্ষা উপকরণ মেলায় উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভাসহ ১০ টি স্টল বিভিন্ন উপকরন নিয়ে সজ্জিত করে প্রতিযোগীতায় অংশ নেয়। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। দিরাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আবদুল মতিন সরদারের মৃত্যুতে উনার আত্মার শান্তি কামনায় ১ মিনিটি নিরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইউএনও সফি উল্লাহ বলেন, শিক্ষা উপকরণ মেলাকে স্বার্থক করে তুলতে হলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হবে, কোমল মতি শিক্ষার্থীরা যাতে মেলায় এসে উপকরন দেখে উৎসাহ নিয়ে শিক্ষায় অনুপ্রাণিত হয় সেদিকে নজর দিতে হবে। শিক্ষা উপকরণ সঠিক প্রয়োগের মাধ্যমে যাতে শিক্ষার মান বাড়াতে পারে ক্লাস শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠা থাকতে হবে।