সারাদেশ

দিরাইয়ে বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই পৌর সদরে ‘দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ কর্তৃক পরিচালিত বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় প্রশিক্ষণ সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, যুক্তরাজ্যস্থ জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ও অত্র এসোসিয়েশনের সাবেক সভাপতি ড. সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ টাওয়ার হ্যামলেটস’র সাবেক মেয়র শিক্ষানুরাগী, সমাজসেবক আব্দুল আজিজ সরদার। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ফয়সল চৌধুরী, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, ছাত্রনেতা সুমন শহীদ, মান্না তালুকদার লিমন, প্রশিক্ষক রতন সূত্রধর, জলি রানী দাস, শিপা বেগম, প্রশিক্ষণার্থী মিলি নন্দী, রায়হান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সরদার বলেন, আর্থ-মানবতার সেবায় দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের কাজগুলো প্রশংসনীয়। সংগঠনের সদস্যরা সূদুর প্রবাসে থেকেও এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সংগঠনের এই ভালো কাজগুলো অব্যাহত রাখার লক্ষ্যে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে ড. সামছুল হক চৌধুরী প্রশিক্ষনার্থীদের উদ্দেশ করে বলেন, তোমরা যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছ, তোমাদের ক্যারিয়ার গঠনে আমাদের এই উদ্যোগ যদি সামান্যতম উপকারে আসে, তাহলেই আমাদের শ্রম সার্থক হবে। তিনি বলেন, কম্পিউটার এক বিশাল ভুবন, ২ মাসে এটি সম্পুর্ণ আয়ত্বে আনা সম্ভবপর হবে না, এজন্য আপনাদের বাড়িতেও চর্চা চালিয়ে যেতে হবে।

স্বাগত বক্তব্যে আতিকুর রহমান রুবেল বলেন, আপনারা (প্রশিক্ষনার্থী) নিয়মিত ক্লাস করবেন, মনে রাখবেন আপনাদের যে কোনো প্রয়োজনে এই এসোসিয়েশন সবসময় আপনাদের পাশে আছে।

আলোচনা শেষে তৃতীয় ব্যাচের উত্তীর্ণ ৫২ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, দিরাই শাল্লার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০১১ সালে ‘ দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এরপর ২০১২ সালে ৭ লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণ, ২০১৩ সালে দিরাই শাল্লার বিভিন্ন স্থানে ১২ টি নলকূপ স্থাপন, ২০১৪ সালে গুণিজন সংবর্ধনা, ২০১৫ সালে ৩৬ জন কন্যাদায়গ্রস্থ পিতাদের আর্থিক সহায়তা প্রদান, ২০১৭ সালে ৮৫ জন বেকার মহিলাকে সেলাই মেশিন প্রদান, ২০১৮ সালে বন্যায় ফসল হারানো কৃষকদের মাঝে ২০০ বস্তা চাল বিতরণ, ২০১৯ সালে সংগঠনের অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রায় ৭০০ অস্বচ্ছল শিক্ষার্থীদের বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করেছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap