নারী সাংবাদিক সাবরিন জেরিনের উপর হামলায় সুনামগঞ্জ প্রেসক্লাবের নিন্দা
সুনামগঞ্জ প্রতিনিধি : দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি নারী সাংবাদিক সাবরিন জেরিনের উপর এলজিইডি কর্মচারীদের হামলার প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। বুধবার রাতে শহরের নিউজসুনামগঞ্জডট কমের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এ ঘটনার তীব্র নিন্দা জানান। সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দের সভাপতিত্বে ও দৈনিক আজকের বিজনেজ বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে এম মহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কামরুল চৌধুরী, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি এআর জুয়েল, ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীর, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, জাগোনিউজের জেলা প্রতিনিধি মোসাইদ রাহাত, সাংবাদিক মনোওয়ার চৌধুরী প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সাবরিন জেরিনের উপর এলজিইডি’র কর্মচারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে সাবরিন জেরিনের উপর হামকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।