সারাদেশ

ফিমেইল একাডেমির ৪ শত এতিম শিক্ষার্থীকে বছরব্যাপী খাবার দিবে যুক্তরাজ্য যুবলীগ

স্টাফ রিপোর্টার ঃ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে মানবিকসহ নানান কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাজ্য যুবলীগ। এরই অংশ হিসেবে দিরাই পৌরসদরের বাংলাদেশ ফিমেইল একাডেমির ৪ শতাধিক এতিম শিক্ষার্থীকে চলতি বছরের ১৭ মার্চ থেকে আগামী বছরের ১৬ মার্চ পর্যন্ত বছরব্যাপী খাবার সরবরাহসহ আর্থিক সহযোগিতা প্রদান করবে সংগঠনটি। গত ১০ মার্চ পুর্ব লন্ডনের ব্রিকলেইনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য যুবলীগের আয়োজনে সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি ফখরুল ইসলাম মধু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত ‘মুজিববর্ষ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার শেষে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এই কর্মসূচি ঘোষণা করেন। এরআগে বিগত ২৭ জানুয়ারি দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলম শক্তি ডটকম প্রধান সম্পাদক মাসুক আহমদ সরদারের দিরাইস্থ বাসভবনে ব্যক্তিগত আমন্ত্রণে আসেন যুক্তরাজ্য যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, যুক্তরাজ্য আওয়ামীলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদসহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগের নেতারা। ওই সময় নেতৃবৃন্দ দিরাইয়ে ফিমেইল একাডেমি পরিদর্শনে গিয়ে এতিম শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্য যুবলীগের সভায় বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বিষয়টি উত্থাপন করলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহিত হয়৷ সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ লক্ষ টাকা ব্যয়ে বছরব্যাপী ফিমেইল একাডেমির এতিম শিক্ষার্থীদের খাবার সরবরাহ করা হবে। উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাই পৌরসদরের আনোয়ারপুরে কালনী নদীর তীরে নিরবে নিভৃত্তে অসহায়-অনাথ মেয়েদের ভাগ্যের পরিবর্তনে ও সমাজে নারীদের প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বাংলাদেশ ফিমেইল একাডেমি’ (বিএফএ) নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু বই-খাতা, পেন্সিল হাতে তুলে দিয়েই নয়-প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত থাকা-খাওয়া ও চিকিৎসার সুবন্দোবস্ত করে দিয়েছে। এই প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে অনেকেই এখন নার্সিং কোর্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap