দিরাইয়ে হাম রুবেলা ক্যাম্পইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ে হাম রুবেলা ক্যাম্পইন-২০২০ সফল করার লক্ষ্যে উপজেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রেনিং সেন্টারে এসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও হেলথ টেকনোলজিস ইপিআই আবুল কালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুুর আলম চৌধুরী। সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী (চতুর্থ শ্রেণি পর্যন্ত) শিশুকে আগামী ১৮ থেকে ২৪ মার্চ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় হাম রুবেলার টিকা দেওয়া হবে। এছাড়াও ২৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত উপজেলার ২১৬ টি নিয়মিত টিকাদান কেন্দ্রে, প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ৯ টি বিশেষ কেন্দ্রে , উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১ টিসহ উপজেলার আরো ৩ টি স্থানে অতিরিক্ত তিনটি কেন্দ্রে হাম, রুবেলার টিকা দেওয়া হবে বলে সভায় জানানো হয়। টিকাদানের এই কর্মসূচি সফল করা লক্ষ্যে গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, ওসি (তদন্ত) আকরাম হোসেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ প্রমুখ।