দিরাইয়ে টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইলিভেন স্টার
স্টাফ রিপোর্টার ঃ- দিরাইয়ে আওয়ামীলীগ নেতা আসাদ উল্লার সৌজন্যে ও টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাসব্যাপি চলা টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রোববার বেলা ২ ঘটিকায় দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সিপি রয়াল্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণপুর্ব আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা আসাদ উল্লার সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, (অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল) বেলায়েত হোসেন শিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর হমান লিটন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, যুবলীগ নেতা হাসান মিয়া, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমদ, রায়হান চিশতী, ওমর ফারুক তপু। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইলিভেন স্টার অধিনায়ক মোমেন সরদার। নির্ধারিত ১৬ ওভারে ৭উইকেট হারিয়ে ১৯১ রান করে তারা। ১৯২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান করতে সক্ষম হয় সিপি রয়্যাল্স। ৪৪ রানে জয়ী হয় ইলিভেন স্টার। ১৩ বলে ৪৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইলিভেন স্টারের জয় আহমেদ। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন ইলিভেন স্টার অধিনায়ক মোনায়েম সরদার। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিরা। উল্লেখ্য গত ১৪ই ফেব্রুয়ারী দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৩৪টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। মাসব্যাপি চলা টুর্নামেন্টে দেশের খ্যাতনামা ক্রিকেটাররা অংশ গ্রহণ করেন।