জাতীয়সারাদেশ

কোন প্রবাসী এলাকায় পদার্পণ করলে উপজেলা প্রশাসনকে অবহিত করুন – ইউএনও সফি উল্লাহ

স্টাফ রিপোর্টার ঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী রুপ নিয়েছে। বাংলাদেশে করোনার বিস্তার ঠেকাতে সরকার ইতোমধ্যে নানান পদক্ষেপ গ্রহণ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষের জনসমাগম সম্পৃক্ত সকল কর্মসূচি স্থগিত, সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ, হাম রুবেলা ক্যাম্পইন স্থগিতসহ দেশব্যাপী সরকারি বেসরকারি জনসমাগম হয় এমন সব আয়োজন বাতিল করা হয়েছে। এছাড়াও সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর স্বাস্থ্যসম্পর্কিত নানাবিধ নির্দেশনা প্রদান করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে পদার্পণকারী যেকোনো প্রবাসী দেশে আসার পর থেকে অন্তত ১৪ দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইতোমধ্যে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ আগত বহু প্রবাসী কোয়ারেন্টাইনে রয়েছেন। এরই আলোকে দিরাই উপজেলায় আসা প্রবাসীদের সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে করুনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় সবকিছুই করছে সরকার। প্রবাস থেকে দেশে আগতদের সরকারি নির্দেশনা মোতাবেক ১৪ দিন বাধ্যতামুলক কোয়ারান্টাইনে থাকতে হবে। এই প্রক্রিয়া থেকে কোন প্রবাসী যাতে বাদ না পরে সেজন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। প্রবাসীদের স্বেচ্ছায় কোয়ারান্টাইনে যাবার আহবান জানিয়ে ইউএনও বলেন, আপনার ভুলের জন্য আপনার পরিবার ও দেশকে বিপদে ফেলবেন না।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap