নাছির চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন জেলা ছাত্রদল নেতা তানভীর

স্টাফ রিপোর্টার ঃদিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী। সোমবার সন্ধ্যায় নাছির চৌধুরীর বাসভবনে গিয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তানভীর। সাক্ষাৎকালে তানভীর চৌধুরীর বড় ভাই সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য জায়েদ চৌধুরী সাথে ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির দফতর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি সজীব রশীদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা রফিকুল হক চৌধুরী টিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলজার চৌধুরী, পৌর তরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি বকুল আহমেদ চৌধুরী, যুবদল নেতা সুমন চৌধুরী, হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সহ সভাপতি নূর আহমদ সাংগঠনিক সম্পাদক এস, এম, সায়েম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নূর আহমদ তালুকদার, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফারদিন আহমেদ জাহেদ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ছাত্রদল নেতা দেলোয়ার চৌধুরী, মোহাম্মদ সায়েম, ইকবাল হোসাইন, ফয়সল আহমদ, কলেজ ছাত্রদল নেতা শাহানুর আহমেদ,আকতার হোসাইন, রাসেল মিয়া, মিজানুর রহমান, জাহিদ চৌধুরী, বিল্লাল আহমেদ, দিদার রহমান প্রমুখ।