দিরাইয়ে নানা আয়োজনে মুজিববর্ষ শুরু

স্টাফ রিপোর্টার ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের উদ্বোধন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এউপলক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপি কেক কাটা, বণার্ঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে কৃষি জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত প্রদান ও জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ এর উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসকল কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ওসি কে এম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।