সারাদেশ

সুনামগঞ্জে জাতির জনকের জন্মদিন পালন করলো জেলা পরিষদ

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে জেলা পরিষদ। ১৭ মার্চ মঙ্গলবার দিনব্যাপী নানান কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনও পালন করা হয় জেলা পরিষদের উদ্যোগে। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলোকসজ্জাসহ সুন্দর করে সাজানো হয় প্রতিষ্ঠানটিকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুসনা হুদা, জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর তালুকদার, সহসভাপতি লিখন আহমেদসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী সূর্যসেন রায়, হিসাব রক্ষক বিমলেন্দু রায়, উচ্চমান সহকারী মোঃ আব্দুল মতিন, সাবিত্রী দাস গুপ্তা, অফিস সহকারী কপিল কিষণ তালুকদার, অরুন কুমার সিনহা ও বার্তা বাহক মোঃ কামাল হোসেন প্রমুখ। জেলা পরিষদের সামনে স্থাপিত জাতির জনকের ম্যুরালে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পন এর মধ্যে দিয়ে মুজিববর্ষের শুভ সুচনা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাযাত পরিচালনা করেন খালেকাবাদ জামে মসজিদের ইমাম হাফেজ আতাউর রহমান লস্কর।


Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap